প্রকাশিত: ১৩/০৯/২০১৫ ২:২২ অপরাহ্ণ

csb24.com::
আজ রবিবার সকাল থেকে আংশিক সূর্যগ্রহণ শুরু হয়েছে। যা বেলা ৩টা দিকে শেষে হবে। সর্বোচ্চ গ্রহণ হয় বাংলাদেশ সময় ১২টা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে।
স্লু কমিউনিটি অবজারভেটরি নামে একটি বিজ্ঞান সংগঠন জানায়, দক্ষিণ আফ্রিকার আসখাব শহরে স্থানীয় সময় রবিবার ভোর ৬টা ৪মিনিট ১৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়। অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর-পূর্ব দিকে দক্ষিণ মহাসাগরে স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিট ৫১ সেকেন্ডে শেষ হবে এই আংশিক সূর্যগ্রহণ।
চলমান আংশিক সূর্যগ্রহণ সরাসরি দেখতে পারেন- http://live.slooh.com/stadium/live/partial-solar-eclipse এই ঠিকানায় লগইন করে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা যায়, বাংলাদেশ সময় সকাল ১০টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এ সূর্যগ্রহণ শুরু হয়, যা শেষ হবে বেলা ৩টা ৬ মিনিট ১২ সেকেন্ডে। তবে, বাংলাদেশে এ গ্রহণ দেখা যাচ্ছে না।
পাঠকের মতামত