
আতিকুর রহমান মানিক, কক্সবাজার :
কক্সবাজার পৌরসভার ক্রাইমজোন পাহাড়তলীতে এক যুবকের দুই হাতের কব্জি কেটে নিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এলাকার ত্রাস সিফাত ও আরফাত বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে। সন্ত্রাসীদের হাতে কব্জি হারানো ছৈয়দ আলম একই এলাকার সত্তার ঘোনার আব্দু শুক্কুরের ছেলে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পর আলমকে রাস্তা থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত আলম জানান, দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে সত্তারঘোনা এলাকায় সিফাত ও আরাফাতসহ ১০/১২ জন তার ওপর হামলা চালায়। তারা তাকে মারধর করে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। পরে গভীর জঙ্গলে সন্ত্রাসীদের আস্তানায় নিয়ে গিয়ে ধারালো কিরিচ দিয়ে তার দুই হাতের কব্জি কেটে নেয়। এতে তিনি অজ্ঞান হয়ে যান। তিনি দাবি করেন, সব সময় এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তার ওপর এ হামলা হয়েছে। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বকতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।
পাঠকের মতামত