csb24.com::
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে নতুন তিনটি বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার আজ ভর্তি পরীক্ষা কমিটির সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
নতুন বিভাগগুলো হল মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে ফোকলোর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে মার্কেটিং বিভাগ।
এ ব্যাপারে রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাসস’কে বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিদ্ধান্ত মোতাবেক এ বিভাগগুলো খোলা হয়েছে।
নতুন তিনটি বিভাগ খোলায় এ বছর বিশ্ববিদ্যালয়ে ১হাজার ৪৬৫ জন শিক্ষার্থীর সাথে আরও ২৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৮০, ফোকলোর বিভাগে ৭৫ এবং মার্কেটিং বিভাগে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। নতুন বিভাগ খোলায় বিশ্ববিদ্যালয়ে মোট ২৫টি বিভাগ হল।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, নতুন বিভাগের কার্যক্রম ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে শুরু হবে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া কাল (রবিবার) থেকে শুরু হবে।
প্রকাশিত: ১২/০৯/২০১৫ ৯:৫৭ অপরাহ্ণ
পাঠকের মতামত