উখিয়া শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধন কালে
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, মানব পাচার ও ইয়াবা পাচার থেকে দূরে থাকতে খেলা ধুলার বিকল্প নেই। বঙ্গবন্ধুর কনিষ্ট সন্তান শেখ রাশেল মারা গেলেও এখনো পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ মনে রেখেছেন। আগামীতে উখিয়াকে শিক্ষা, সাংস্কৃতিক ও খেলা ধুলার মাধ্যমে পরিচিত হতে হবে।
শনিবার বিকেলে জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শেখ রাসেল স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথা গুলো বলেন। উক্ত উদ্ভোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সানাউল্লাহ। বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন, উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান, জালিয়া পালং ইউপি চেয়ারম্যান আনোয়র হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও জালিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম ছৈয়দ আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মদ, আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী বাবুল, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগেরে সাধারণ সম্পাদক স্বপন শর্মা রণি, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন, হেলাল উদ্দিন, বাবুল আবছার, আলী হোসেন, ইউপি সদস্য আবুল হোসেন, কমিউনিটি পুলিশের নেতা শহিদুল্লাহ কাইছার। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সহ-সভাপতি নুরুল কাদের। উদ্ভোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করেন সোনাইছড়ি বাচাই একাদশ বনাম পূর্ব ডিগলিয়া ফুটবল গার্ডেন। উক্ত খেলায় এক গোলে জয় লাভ করেন সোনাইছড়ি বাচাই একাদশ।
পাঠকের মতামত