শহিদুল ইসলাম, উখিয়া :
মিয়ানমার থেকে প্রচুর পরিমাণ গবাদি পশু আমদানি হওয়ায় উখিয়া-টেকনাফ তথা পুরো ক্সবাজারে গরু সংকট আর থাকছে না বলে মনে করছেন গরু ব্যবসায়ীরা। তবে ক্রেতারা সাধারণ বলছেন, গত বছরের তুলনায় এবারের কোরবানির বাজারে গরুর দাম একটু বাড়তে পারে। ব্যবসায়ীরাও এ কথার সত্যতা স্বীকার নিশ্চত করেন। মিয়ানমার থেকে আসা গরুর চাহিদার তুলনায় দেশী গরুর চাহিদা বেশি। সে কারণে দেশী গরুর দাম একটু বেশি।
গত বৃহস্পতিবার ও শনিবার উখিয়ার একমাত্র বিশাল গরুর বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ গরু স্থানীয়ভাবে গৃহপালিত এবং বৈধ উপায়ে মোটাতাজা করা গরু বিক্রির জন্য আনা হয়েছে। বেশির ভাগ ক্রেতা স্থানীয় গরু কোরবানি দিতে পছন্দ করে। রাজাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামের মো: শাহ জাহান ও আবু শমা বলেন, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে প্রচুর পরিমাণ গরু আসছে এ কারণে দেড় সপ্তাহে গরুর দাম অনেকটা কম। দিন যতই বাড়বে ততই গরুর সাইজ অনুাযয়ী দাম বেড়ে যাবে। রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পেচারদ্বীপ গ্রামের আবু ছৈয়দ ও আমির হামজা বলেন, কোরবানের গরু আগে থেকে কিনে ফেললেই ভাল হয়। সে জন্য উখিয়া বাজারে এসেছি। উখিয়া বাজারে বিভিন্ন ধরণের গরুর দাম ধরা হচ্ছে ৩০-৩৫-৪০ হাজার টাকা পর্যন্ত হাকানো হচ্ছে। বড় সাইজেরে গরুর দাম লাখ ছড়িয়ে যেতে পারে।
পাঠকের মতামত