
তাহসিম রিজভী,লংগদু(রাঙ্গামাটি)প্রতিনিধি::
লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু তালেব এর নেতৃত্বে শতাধিক ব্যক্তি ১০ সেপ্টেম্বর রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান এর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বিএনপিতে যোগদান করেন। এসময় তারা নিজেদেরকে স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও সমর্থক বলে দাবী করেন।শহীদ জিয়ার আদর্শকে ভালোবেসে বিএনপির পতাকা তলে সামিল হওয়ার জন্য তারা বিএনপিতে যোগদান করেছেন বলে তারা জানান।প্রধান অতিথি রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান যোগদান প্রসঙ্গে বলেন, টাকা পয়সা দিয়ে কখনো বিএনপির নেতা কর্মীদের কেনা যাবে না। গুটি কয়েককে পারবেন,যারা বিএনপিকে ত্যাগ করে যে দিকে বৃষ্টি সে দিকে ছাতা ধরছেন, তারা দলকে নয় অর্থকে ভালবেসেছেন। যারা নিজেদের স্বার্থ নিয়ে ভাবে ও দলের মধ্যে বিশ্বাস ঘাতকতা করে শুধু তাদেরকেই পারবেন।সন্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, লংগদু উপজেলাবিএনপির সভাপতি ও উপজেলাপরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জলহোসেন।বিশেষ অতিথি রাঙামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শাহআলম। জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আবু নাছির, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির সহ রাঙ্গামাটি জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সম্পাদক দীপন তালুকদার, জেলা যুগ্ন সম্পাদক ও সদর থানার সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, যুগ্ন সম্পাদক আলী বাবর, সহ সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম, জেলাশ্রমিক দলের সভাপতি মমতাজ উদ্দিন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃজাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছা সেবকদলের সভাপতি দেব জৌতি চাকমা প্রমূখ। এবং জেলা ও উপজেলা বিএনপি ও অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত