অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেছেন, প্রোটিয়াস দলের আসন্ন ‘কঠিন’ ভারত সফরের বিষয়ে তিনি ‘শংকিত’। মোহালিতে ৫ নভেম্বর প্রথম টেস্টটি শুরু হবে।
স্থানীয় টাইমস পত্রিকাকে স্মিথ বলেন, ‘আমি কিছুটা শংকিত। এটা আমাদের জন্য কঠিন একটি সফর এবং ভারতের পর চলতি বছরের শেষ দিকে ইংল্যান্ড সফর থাকায় এটা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য একটি বড় মৌসুম।’
‘ভারতে চার টেস্টেও সিরিজ সহজ হবে না। বিশেষ করে সেখানে অনেক বেশি ভ্রমণ করতে হবে, অনেক দর্শক থাকবে এবং কন্ডিশন হবে স্পিন সহায়ক।’
ভারতের বিপক্ষে ২০০৮ ও ২০০৯ সালে ড্র করা দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেয়া স্মিথ আরো বলেন, ‘সব কিছুই ভালভাবে শেষ হবে বলে আমি আশা করছি। আমি মনে করছি ভারত সফরটা ভাল করতে পারলে এরপর ইংলিশদের বিপক্ষেও আমরা খুব ভাল করব।’
স্মিথ বলেন ২০০৬ সালের পর বিদেশের মাটিতে কোনো টেস্ট সিরিজ না হারা প্রোটিয়া দলের সামনে কোনো বিকল্প ছিলনা। কিন্তু আইসিসি’র সূচি মানতেই হচ্ছে।’
ভারত সফরে তিন ফর্মেটের জন্যই দল ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকা। দলের কতিপয় সদস্যকে নিয়ে তাকে কাজ করার প্রস্তাব পাওয়া স্মিথ বলেন, ‘২০০৬ সাল থেকে বিদেশের মাটিতে কোনো টেস্ট সিরিজ না হারার রেকর্ডটা অবশ্যই অত্যন্ত গর্বের। আশা করছি এই দলটি সেভাবেই খেলবে এবং আমাদেরকে গর্বিত করবে।’
দল থেকে বাদ পড়া এবং এর আগে দক্ষতা বাড়াতে ‘এ’ দলের হয়ে ভারত সফর করা কুন্টন ডি ককের বিষয়েও মন্তব্য করেন স্মিথ।
সফরে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে পর পর তিন সেঞ্চুরি হাঁকানো ডি ককের পারফরমেন্স খুশি হয়ে নির্বাচকরা তাকে টেস্টে না রাখলেও ওয়ানডে ও টি-২০ দলে রেখেছেন।
স্মিথ বলেন, ‘শীর্ষ পর্যায়ে ক্যারিয়াকে দীর্ঘায়িত করতে চাইলে আপনাকে অবশ্যই ব্যর্থতা মেনে নিতে হবে এবং হতাশা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে সেটা জানতে হবে।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
পাঠকের মতামত