প্রকাশিত: ১২/০৯/২০১৫ ১০:০৯ পূর্বাহ্ণ
আলীকদম-লামায় বনাঞ্চলে বন্যপ্রাণী হত্যার মহোৎসব

সাপ, তক্ষক, কালোবিড়াল পাচারকারীরাই এর সাথে জড়িত থাকতে পারে-বন বিভাগ
Lama-Alikadam Elephent Kild News pc

হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) :
বান্দরবানের আলীকদম-লামায় বনাঞ্চলে বন্যপ্রাণী হত্যার মহোৎসব চলছে। আবারও হাতি হত্যা করা হয়েছে, এই নিয়ে গত এক বছরে ৯টি হাতি হত্যা করা হয়। প্রতিটি হাতি হত্যার পর দাঁত উপড়ে ফেলা হয়। একটি সংঘবদ্ধচক্র আলীকদম-লামায় বিভিন্ন বনাঞ্চলে হানা দিয়ে হাতি হত্যা করে দাঁত ও হরিণ শিকার করে হরিণের মাংস এবং চামড়া দেশের বিভিস্থানে পাচার করে আসছে। একই ভাবে চক্রটি বন মোরগ, শিয়াল, শুকুর, সজারু শিকার করে স্থানীয় বাজারে শিকারকৃত বন্য প্রাণীর মাংস বিক্রির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। এছাড়া সাপ, তক্ষক, কালোবিড়াল পাচারের অভিযোগ রয়েছে এই পাচারকারী চক্রটির বিরুদ্ধে। তবে বন্য প্রাণী হত্যা আইনে দন্ডনীয় অপরাধ হলেও বন বিভাগ এসব পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে।

লামা বন বিভাগ সূত্রে জানাগেছে, গত এক যুগে লামার বিভিন্ন এলাকায় প্রায় ৯টি হাতি হত্যা করা হয়। এর মধ্যে ২০০৩ সালে লামার ইয়াংছা এলাকায় একটি হাতি এ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে বন বিভাগ দাবী করে। তবে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী ওই হাতিটি ইলেকট্রিক শর্ট দিয়ে হত্যা করে দাঁত তুলে নেওয়ার অভিযোগও রয়েছে। বাঁকী হাতি গুলো শিকারীরা শিকার বিভিন্ন সময় খাবারে বিষ প্রয়োগ ও ফাঁদ পেতে হত্যা করে মূল্যবান দাঁত, হাঁড় নিয়ে যায়। চলতি বছরের ১ ফেব্রুয়ারি বিকালে লামার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি চাকমা ঝিরি এলাকায় প্রায় ৬ বছর বয়সী একটি হাতি হত্যা করে র্দুবৃত্তরা হাতির মাথা, সুর ও দাঁত কেটে নিয়েগেছে। ২ ফেব্রুয়ারি সোমবার সেনাবাহিনী, বন বিভাগ, প্রানী সম্পদ বিভাগ যৌথ অভিযানে মৃত হাতির মাথা বিহীন দেহটি উদ্ধার করে। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ডলুর ঝিরি এলাকায় সানমার কোম্পানির রাবার বাগানে মাটিতে পুতে রাখা মৃত হাতির কঙ্কাল উদ্ধার করে পুলিশ ও বন বিভাগ। অনদিকে থেমে নেই আলীকদম উপজেলার সরকারী বনাঞ্চল সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় বন্যপ্রাণী হত্যা, স্থানীয় একটি পাচারকারী চক্র হরিণ, বনমোরগ,বুনোশুকর, সাপ এবং বিভিন্ন প্রজাতির পাখিসহ বন্রপ্রণী শিকার করে বাজারে এনে তা বিক্রয় করা হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে পাচার করছে, দিন দিন উজাড় হচ্ছে পাহাড়ের বন্যপ্রাণী এনিয়ে বন বিভাগ নিরব র্দশকের ভুমিকার কাতারে।

এই ব্যাপারে সানমার রাবার বাগানের ম্যানেজার মুফিজুর রহমানের কাছে জানতে চাইলে বলেন, সানমারের বাগানের ভেতর হাতি হত্যার কোন ঘটনা ঘটেনি। তবে বাহিরে কেউ হাতি হত্যা করে বাগানে নিয়ে পুতে তাদের সমস্যায় ফেলতে পারে বলেও তিনি জানান। এদিকে একের পর এক হাতির হত্যার ঘটনায় বন বিভাগের এহেন নিরবতাকে দায়িত্বহীনতা বলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন, লামা-আলীকদম পরিবেশ রক্ষা পরিষদের সভাপতি ও লামা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। হাতির কঙ্কাল উদ্ধারের বিষয়ে বন বিভাগ এখনও কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই মামলা হবে বলে দায়শারা লামা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম।

বন্যপ্রাণী হত্যার ব্যাপারে জানতে চাইলে লামা বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, বন আইনে বন কর্মকর্তাদের হাতপা বাঁধা উল্লেখ করে তিনি আক্ষেপের শুরে বলেন, অপরাধিদের খুঁজে পেলে কোর্টে মামলা হয়, না পেলে থানায় জিডিতেই ক্ষান্ত হয়। আমাদের হাতে কোন লজিস্টিক সাপোর্ট নেই যে, খুনিদের সহজে বের করতে পারবো। হাতি হত্যার সাথে জড়িতদের নাম ঠিকানা বের করতে না পারার কারণে মামলা করা যায়নি। তবে প্রতিটি ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পুলিশ চাইলে তদন্ত করে অপরাধিদের বের করে জিডি গুালোকে মামলা হিসেবে রূপ দিতে পারে। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম দুইটি হাতি হত্যার ঘটনা স্বীকার করে বলেন, তিনি লামায় যোগদান করার পর লামা গজালিয়ার দূর্গম পাহাড়ে একটি হাতি হত্যা করে র্দুবৃত্তরা। ওই সময় অনেক খোঁজাখুজি করেও কোন অপরাধিকে সনাক্ত করা যায়নি।

পাঠকের মতামত

  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠিত
  • উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু