বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উৎফল বড়ুয়া:: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ...
csb24.com::
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর কোন ভ্যাট আরোপ করা হয়নি বলে সাফ জানিয়ে দিলো জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)।
বৃহস্পতিবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভ্যাট আদায় নিয়ে রাজস্ব বোর্ডের ব্যাখ্যা সম্বলিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়ের উদ্দেশ্যে কোনো ভ্যাট আরোপ করা হয়নি। বিদ্যমান টিউশন ফি’র মধ্যে ভ্যাট অন্তর্ভূক্ত রয়েছে। ভ্যাট বাবদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনোভাবেই শিক্ষার্থীদের নয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিদ্যমান টিউশন ফি’র মধ্যে ভ্যাট অন্তর্ভূক্ত থাকায় টিউশন ফি বাড়ারও কোনো সুযোগ নেই।
পাঠকের মতামত