প্রকাশিত: ১০/০৯/২০১৫ ৪:২৪ অপরাহ্ণ
আটোয়ারীতে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ “উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে, উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রহমান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মুক্তমঞ্চের আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রাথ11143167_753040774822251_1700980584934627426_n

Atwari Pic- 10-09-15- 2মিক শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ এর সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ এর উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন এবং উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মো. ফখরুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজুলল করিম, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি মেলায় অংশ গ্রহণকৃত ১৭ টি ষ্টল পরিদর্শন করেন। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ১০ সেপ্টম্বর সকাল থেকে শুরু হয়ে আগামী ১১ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত স্থায়ী থাকবে বলে জানা যায়।

পাঠকের মতামত

  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠিত
  • উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু