
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ “উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উদ্বোধন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রহমান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মুক্তমঞ্চের আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রাথ
মিক শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ এর সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ এর উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন এবং উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মো. ফখরুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজুলল করিম, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি মেলায় অংশ গ্রহণকৃত ১৭ টি ষ্টল পরিদর্শন করেন। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ১০ সেপ্টম্বর সকাল থেকে শুরু হয়ে আগামী ১১ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত স্থায়ী থাকবে বলে জানা যায়।
পাঠকের মতামত