সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
স্পোর্টস ডেস্ক, নতুন মাইলফলকের সামনে লিয়েন্ডার পেজ। উইম্বলডনের পর ইউ এস ওপেনের মিশ্র দ্বৈতেও ফাইনালে উঠলেন লিয়েন্ডার৷ সঙ্গী সেই সুইস তারকা মার্টিনা হিঙ্গিস। ফাইনাল নিশ্চিত করেই উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন তারা।
ইউএস ওপেনের মিশ্র দ্বৈতের ফাইনালে একজন ভারতীয়কে দেখা যাবে তা নিশ্চিত ছিল আগেই। কেননা সেমিফাইনালে ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্নাদের মুখোমুখি হয়েছিলেন লি-হিঙ্গিস জুটি। তাই লিয়েন্ডার বা বোপান্না ফাইনালে খেলবেন তা নিশ্চিত ছিল। তবে কে খেলবেন ফাইনালে। সেটাই ছিল দেখার অপেক্ষা।
অবশেষে লিয়েন্ডার পেজই প্রমাণ করলেন এখনও ফুরিয়ে যাননি তিনি। সেমিফাইনালে বোপান্না-ইয়াং ঝানকে হারিয়ে দিলেন তারা। তবে কঠিন লড়াইয়ের পর। এদিন লিয়েন্ডাররা ৬-২ এবং ৭-৫ গেমে হারিয়েছেন বোপান্নাদের। ফাইনালে তাদের প্রতিপক্ষ এখন স্যাম ক্যুরি-বেথানি মাটেক জুটি।
পাঠকের মতামত