প্রকাশিত: ১০/০৯/২০১৫ ১:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
বৃহস্পতিবার সকালে জামিনে মুক্তির পর আহসান উল্লাহকে ফের আটক করে কোতয়ালী থানা পুলিশ।
জেলগেটে থেকে নগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহকে আটক করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো কারাফটক থেকে আটক করা হলেয়েছে তাকে।
থানা সূত্রে মতে, আহসান উল্লাহর বিরুদ্ধে নাশকতার মামলা আছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে গত ২৪ আগস্ট আহসান উল্লাহকে নগরীর কোতয়ালী থানা পুলিশ কারাফটক থেকে প্রথম দফা আটক করেছিল। ১৫ দিনের মাথায় ৭ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় জামিনের পর তাকে আবারও আটক করা হয়েছিল।
পাঠকের মতামত