প্রকাশিত: ০৯/০৯/২০১৫ ৪:৫১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক |
আগামী রোববার থেকে সিম পুনঃনিবন্ধনে তিন মাসের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি জানান, যারা ইতোমধ্যে সঠিকভাবে সিম নিবন্ধন করছেন, এ কার্যক্রমে তাদের সিম যাচাই করে নিতে হবে। আর যাচাইয়ে যাদের নিবন্ধন সঠিকভাবে হয়নি বলে দেখা যাবে, তাদের সিম পুনঃনিবন্ধন করাতে হবে। কীভাবে সিম যাচাই বা পুনঃনিবন্ধন করবে, সেই প্রক্রিয়া আগামী রোববারের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’ এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় টেলিকম বিটের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত