
কাপ্তাই প্রতিনিধি:
বর্তমান সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে র্যালী, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয় বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে। উপজেলা তথ্য অফিসের উদ্দ্যেগে এ আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইউএনও দুলাল চন্দ্র সূত্রধর। এতে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরফিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলসাত হোসেন, প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা তথ্য কর্মকর্তা মো. হারুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা মার্কেটিং অফিসার মোস্তাক আহমেদ, ওসি হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান সুভ্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, ওয়া¹া ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা, রাঙ্গামাটি সংরক্ষিত মহিলা সাংসদের প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল প্রমুখ। বক্তরা সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন।
পাঠকের মতামত