
অনলাইন ডেস্ক:
নির্ধারিত সময়ের পর বাজারে অবৈধ সিম পাওয়া গেলে উক্ত মোবাইল অপারেটরদের কাছ থেকে সিম প্রতি ৫০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪ হাজার) জরিমানা আদায় করা হবে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার নিবন্ধিত সিম পুনরায় নিবন্ধন ও অনিবন্ধিত সিম নিবন্ধনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়ার পর নিজ দপ্তরে তিনি একথা জানান।
চিঠিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে অপারেটরদের এক্সেসের সুযোগ দিতে বিটিআরসিকে উদ্যোগ নিতে বলা হয়েছে। এনআইডি সার্ভারে এক্সেসের সুযোগ পাওয়ার পর জরিমানার বিষয়টি কার্যকর করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, এনআইডি সার্ভারে এক্সেসের সুযোগ পাওয়ার পর অপারেটররা যাচাই করে অনিবন্ধিত সিম বন্ধ করতে পারবে। এরপরও যদি নির্ধারিত সময়ের পর বাজারে অবৈধ সিম পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী তাদের প্রতিটি সিমের জন্য ৫০ ডলার করে জরিমানার বিধান রয়েছে, তা প্রযোজ্য হবে।
জরিমানার বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের চিঠি দেওয়া হবে বলেও জানান তারানা হালিম।
পাঠকের মতামত