
আবদুর রাজ্জাক,মহেশখালী:
স্বাক্ষরতা আর দক্ষতা টেকসই সমাজের মুলকথা, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহেশখালীতে আজ ৮ সেপ্টম্বর পালিত ‘হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০১৫ ইং। এই দিবসটি উপলক্ষে মহেশখালী উপজেলা প্রশাসন দিন ব্যাপী কমসুচি গ্রহন করেছে। সকাল সাড়ে ৯টা বনাঢ্য এক শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু দিবসটি। উপজেলা নিবার্হী অফিসার আনোয়ারুল নাসের, উপজেলা শিক্ষা কর্মকর্তা আষিন চিরান, মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী, বার্মিজ সরকারীর শিক্ষক আব্দুল গফুর, এনজিও সংস্থা শিখনের উপজেলা কডিনেটর রবিউল আওয়াল সুজন সহ মহেশখালী আদশ উচ্চ বিদ্যালয়, মডেল সরকারী,বামিজ সরকারী, গোরকঘাটা সরকারী ও পুটিবিলা প্রদিপালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেছে। পরে উপজেলা হল রুমে অংশগ্রহনকারী অতিথিদের নিয়ে এক আলোচনা সভা অনুস্টিত হয়। শিক্ষার হার বাড়ানোর লক্ষে সরকার বহুমূখি প্রদক্ষেপ গ্রহন করেছে।ফলে অবহেলিত স্থানে দ্রুত শিক্ষার হার বেড়ে চলছে।
পাঠকের মতামত