
আ:আজিজ,লংগদু:
আগামী কাল ঐতিহাসিক মর্মান্তিক পাকুয়াখালী ট্রাজেডী দিবস। ১৯৯৬ সালের ৯ই সেপ্টেম্বর বাঘাইছড়ির পাকুয়াখালীতে পাহাড়ে কাঠ কাটতে যাওয়া নিরীহ ৩৫ কাঠুরীয়াকে নির্মম ভাবে হত্যা করে শান্তি বাহিনী। ঘটনার ১৯ বছর পার হলেও রহস্যজনক কারণে এখনো পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ । ঘটনা তদন্তের জন্য সরকারীভাবে একাধিক তদন্ত কমিটি গঠিত হলেও আজও তাদের তদন্ত করা শেষ হয়নি । এ ব্যাপারে খোঁজ নিতে গেলে লংগদু উপজেলার কালাপাকুজ্যা গ্রামের নিহত ওসমান আলীর মা কান্নাজড়িত কন্ঠে বলেন,আমার একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে আমরা এখন পথের ভিখারি । অনাহারে অভাবে দিন কাটে আমাদের।রসুলপুর গ্রামের আলী হোসেনকে আজও খুজে পায়নি তার পরিবার । হত্যাকান্ডের পর আলী হোসেনের লাশ খুঁজে না পাওয়ায় পরিবারের বিশ্বাস তাদের ছেলে কোন একদিন ফিরে আসবেই ।শোকাহত হৃদয়ে জীবনের সাথে কঠিন সংগ্রামের সৈনিক মোহাম্মদপুর গ্রামের হেলাল উদ্দিনের স্রী নুরবানু ।কিভাবে চলছে তার জীবন- জানতে চাইলে কেঁদে দুই চোখ ভাসিয়ে তিনি বলেন, কম বয়সে স্বামীকে হারিয়ে দুটি সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে বেচেঁ আছে আমাদের জীবন।নিহতদের পরিবার এবং স্হানীয়দের সাথে আলাপকালে জানা যায় সরকারীভাবে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তেমন কিছুই পায়নি নিহতদের পরিবার আর সন্তানেরা।
পাঠকের মতামত