
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
“সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মুল কথা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপিত হয়েছে। জানাগেছে, উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রহমান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের আলোচনা সভায় মিলিত হয়। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ এর সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহজাহান মন্ডল, থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত