
অনলাইন ডেস্ক:
পবিত্র হজব্রত পালনের করতে সৌদি আরব গিয়ে মক্কা আল মোকাররমায় মারা গেছেন নারীসহ আরও দুই বাংলাদেশি হজযাত্রী।
এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ এ। এর মধ্যে ১৫ জন পুরুষ এবং ৫ জন নারী।
আজ সোমবার মক্কায় বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে।
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোসাম্মৎ রোকেয়া খাতুন (৬৫) সোমবার ভোর ৪টার দিকে মক্কায় মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর বিই ০৬২০৬৩৪ এবং হজ আইডি নম্বর ০৮৯৭২৬৬।
রোকেয়া খাতুন পবিত্র হজ পালনের জন্য এলআর ট্রাভেলসের মাধ্যমে গত ৩০ আগস্ট বাংলাদেশ বিমানের বিজি০০৩৫ ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন।
মৃত অপর হজযাত্রী হলেন-কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা এলাকার মোহাম্মদ আহাদ আলী (৬৮)।
গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মক্কা বাংলাদেশ হজ মিশন মেডিক্যাল ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পাসপোর্ট নম্বর বিই ০৫০৪১৪৬ এবং হজ আইডি নম্বর ০৬৭৩০৮২।
আহাদ আলী আল সাহিলা ওভারসিজ সার্ভিসের মাধ্যমে গত ২১ আগস্ট বাংলাদেশ বিমানের বিজি ১০২৫ নম্বর ফ্লাইটে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান।
চলতি হজ মৌসুমে এক লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।
পাঠকের মতামত