
প্রেস বিজ্ঞপ্তি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানান আয়োজনের মধ্যে দিয়ে রামু প্রেস ক্লাবের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, র্যালী, সুবিশাল কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল ইসলাম সেলিম। এতে প্রধান অতিথি ছিলেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম স্বদেশ শর্মা। রামু প্রেস ক্লাবের উপদেষ্টা ও সচিত্র রামু বার্তার সম্পাদক দর্পণ বড়–য়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুনীল বড়–য়া। এতে আরো বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক ও প্রচার সম্পাদক এস মোহাম্মদ হোসেন, রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি এইচবি পান্থ, যুগ্ন সম্পাদক এম আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক জনতার কথা ও রম্য কণ্ঠ সম্পাদক খালেদ হোসেন টাপু, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, আজীবন সদস্য এম সুলতান আহমদ মনিরী, সাংবাদিক আল মাহমুদ ভূট্টো, ওবাইদুল হক নোমান, আবুল কাশেম, আবু বক্কর ছিদ্দিক, মাষ্টার নাছির উদ্দিন, আবুল কাশেম সাগর, প্রকাশ সিকদার, সুশান্ত পাল বাচ্চু প্রমুখ। রামু প্রেস ক্লাবের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সংহতি প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক গিয়াস উদ্দিন কোম্পানী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী, নুরুল হক চৌধুরী, একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের রামু উপজেলা সমন্বয়কারী সুপানন্দ বড়–য়া, কক্স হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ বড়–য়া বাঙ্গালী, উপজেলা সহকারি স্বাস্থ্য পরিদর্শক শফিউল আজম এমএসএস ও আর্যসত্য সম্পাদক জয় বড়–য়া উন্মেষ। এদিকে সমাজ সেবী সংগঠন কনকার সৌজন্যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি কেক উপহার দেওয়া হয় এবং পল্লী সঞ্চয় ব্যাংকের রামু উপজেলা সমন্বয়কারী সুপানন্দ বড়–য়া ক্লাবের ব্যবহারের জন্য ৫টি চেয়ার এবং রামু প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সদস্য দর্পণ বড়–য়া এক শতক জমি ক্লাবের ভবন নির্মানের জন্য অনুদান দেওয়ার ঘোষনা দেন।
পাঠকের মতামত