
csb24.com
জাতীয়করণের প্রক্রিয়াধীন কক্সবাজার জেলার ৪ মডেল স্কুলের তথ্য জাতীয়করণের প্রক্রিয়াধীন ৩১৫ মডেল স্কুলের শিক্ষার্থী, এমপিওভূক্ত শিক্ষক, এমপিওর বাইরে কতজন শিক্ষক এবং বিগত তিন বছরের ফলাফল পাঠকের সুবিধার্থে ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে।
আজ প্রকাশিত হচ্ছে কক্সবাজার জেলার ৪ মডেল স্কুলের তথ্য :
পেকুয়া জি.এম.সি ইনষ্টিটিউশন : এমপিওভূক্ত শিক্ষক রয়েছে ৮ জন, নন-এমপিওভূক্ত শিক্ষক ১৮ জন, ছাত্র আছে ৯৪৮ জন, ছাত্রী আছে ৭১৪ জন। মোট শিক্ষার্থীর সংখ্যা ১৬৬২ জন। ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় পাশের হার ৯০.৭১%, ২০১৪ সালে ৮৮.৪৮%, ২০১৫ সালে ৭৮.৭৪%।
রামু খিজারী মডেল উচ্চ বিদ্যালয় : এমপিওভূক্ত শিক্ষক রয়েছে ২২ জন, নন-এমপিওভূক্ত শিক্ষক ১৬ জন, ছাত্র আছে – জন, ছাত্রী আছে – জন। মোট শিক্ষার্থীর সংখ্যা ১২৯৮ জন। এসএসসি পরীক্ষায় পাশের হার ২০১৩ সালে ৭৯.২৮%, ২০১৪ সালে ৮৮%, ২০১৫ সালে ৮৫.১৮%।
উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় : এমপিওভূক্ত শিক্ষক রয়েছে ১৫ জন, নন-এমপিওভূক্ত শিক্ষক ০৪ জন, ছাত্র আছে – জন, ছাত্রী আছে – জন। মোট শিক্ষার্থীর সংখ্যা ১১২২ জন। ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় পাশের হার ৮০.৭২%, ২০১৪ সালে ৯২.৮২%, ২০১৫ সালে ৮০.৮২%।
টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় : এমপিওভূক্ত শিক্ষক রয়েছে ১৫ জন, নন-এমপিওভূক্ত শিক্ষক ৬/০১ জন, ছাত্র আছে ৭২৮ জন, ছাত্রী আছে ৪২৩ জন। মোট শিক্ষার্থীর সংখ্যা ১১৫১ জন। এসএসসি পরীক্ষায় পাশের হার ২০১৩ সালে ৬৫.৭১%, ২০১৪ সালে ৬০, ২০১৫ সালে ৭৭%। :: দৈনিকশিক্ষাডটকম
পাঠকের মতামত