প্রকাশিত: ০৭/০৯/২০১৫ ৪:০৬ অপরাহ্ণ
csb24.com::
দেশের সবগুলো মোবাইল অপারেটরের সিমকার্ড ফের নিবন্ধন করতে হবে। আগামী তিন মাসের মধ্যে প্রায় ১৩ কোটি মোবাইল সিমের গ্রাহককে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ তালিকা অনুযায়ী বিক্রেতারাও নিবন্ধিত হবেন। নতুন সিমকার্ড বিক্রির ক্ষেত্রে গ্রাহক নিবন্ধনের সময় বিক্রেতার নাম-ঠিকানাও সংরক্ষণ করতে হবে অপারেটরদের। নিবন্ধনবিহীন সিমকার্ড ও ভুয়া নিবন্ধনসম্পন্ন সিমকার্ড বিক্রি বন্ধেই এ উদ্যোগ নেয়া হচ্ছে। রোববার সচিবালয়ে সিমকার্ড ব্যবহারের মাধ্যমে সংঘটিত অপরাধ এবং এর প্রতিকার বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ওই বৈঠকে ১২ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার মোবাইল ফোন গ্রাহককে আবার নিবন্ধনের সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
পাঠকের মতামত