csb24.com
খুলনা শিপইয়ার্ডে দুটি যুদ্ধজাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করতে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা যাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই তার প্রথম খুলনা সফর। এর আগে ২০১৩ সালে ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা এসেছিলেন।
খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল জানান, প্রধানমন্ত্রী প্রথমে হেলিকপ্টারযোগে মংলা যাবেন। সকাল ১১টায় মংলা হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখানে দ্বিগরাজ নৌঘাঁটিতে নৌবাহিনীর নতুন জাহাজ কেজে আলী, সন্দ্বীপ ও হাতিয়ার কমিশনিং এবং নবনির্মিত এলসিটি-১০৩ ও এলসিটি ১০৫ সংযুক্তকরণে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি আরও জানান, দুপুর পৌনে ১টা নাগাদ তিনি মংলা থেকে খুলনা নৌবাহিনীর তিতুমীর ঘাঁটিতে অবতরণ করবেন। সেখান থেকে সড়ক পথে খুলনা শিপইয়ার্ড পৌঁছাবেন। যুদ্ধজাহাজ নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি আগত সুধী ও অতিথিদের উদ্দেশে বক্তব্য দেবেন। খুলনা শিপইয়ার্ডের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পুনরায় নৌবাহিনীর ঘাঁটিতে এসে অবস্থান করবেন। পরে বিকেল ৪টার দিকে ঢাকা ফিরে যাবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তিতুমীর ঘাঁটি থেকে খুলনা শিপইয়ার্ড পর্যন্ত বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। অসংখ্য গেট, প্যানা ও ব্যানারে ছেয়ে গেছে শিল্পনগরী খুলনা।
পাঠকের মতামত