
অনলাইন ডেস্ক।
ফের বিয়ে করতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। প্রথম স্ত্রী ক্লদিয়ার সঙ্গে সম্পর্কে তীব্র টানাপোড়েনের মাঝেই আবার বিয়ে করতে চলেছেন তিনি।
দীর্ঘদিনের বান্ধবী ২৫ বছরের রোসিও অলিভার সঙ্গে ৫৪ বছরের ম্যারাডোনার বিয়ে আগামী ১৩ ডিসেম্বর। বিশ্বকাপজয়ী এই ফুটবলারের ঘনিষ্ট মহল জানিয়েছে, বিয়ের আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
আর আরও চমক জাগানোর মত খবর হল, পোপ ফ্রান্সিসকে অনুরোধ ম্যারাডোনা করেছেন, তার বিয়ের অনুষ্ঠানে থাকার জন্য। পোপ নিজেও আর্জেন্টাইন। বিয়ের কথা নিজেই জানিয়েছেন আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলকে।
জানিয়ে রাখা ভাল, অলিভার সঙ্গে ম্যারাডোনার সম্পর্ক বছর দুয়েকের।গত বছর যদিও অলিভা–ম্যারাডোনর সম্পর্ককে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল। বান্ধবীকে আঘাত করছেন ম্যারাডোনা – এমন একটা ভিডিও প্রকাশ হতেই তা নিয়ে আলোড়ন তৈরি হয়। তবে সেই বিতর্ক এখন তারা সুখেই আছেন বলে রায় দিয়ে দেয়া যায়। –
পাঠকের মতামত