সুত্র: বনপা/প্রশা-০২(০৯)২০১৫ তাং ০৪.০৯.২০১৫ ইং
প্রেসবিজ্ঞপ্তি : বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)’র নিবেদিত প্রাণ সদস্যদের বিভ্রান্ত করার জন্য একটি চক্র অপতৎপরতা চালিয়ে যাচ্ছে । এর বিরুদ্ধে বনপা’র সকল সদস্যকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক আকতার চৌধুরী ।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন গত ২১ আগষ্ট নির্বাচনের মাধ্যমে বনপা’র জাতীয় কমিটি গঠিত হয়।কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য গত ২৫ আগষ্ট সভাষ সাহা বনপাকে কুক্ষিগত ও ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত হন। লিখিত ভাবে অভিযোগ পাওয়ার পর ২৬ আগষ্ট বনপা’র গঠনতন্ত্র মোতাবেক বনপা’র নির্বাহী কমিটির সভায় সুভাষ সাহাকে তার পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়। এর পর থেকে তিনি তার নিউজ পোর্টালে বনপা’র সভাপতি ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিষোধাগার করতে থাকেন।
১ সেপ্টেম্বর তদন্ত কমিটি সুভাষ সাহার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তের জন্য তাকে নোটীশ দেন ।কিন্তু তিনি উপস্থিত না হয়ে বনপা’র গঠনতন্ত্র লংঘন করেন । একই দিন তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে বনপা’র নির্বাহী কমিটির জরুরী সভায় বনপা’র গঠনতন্ত্রের ১৩নং ধারার (গ) অনুচ্ছেদ অনুযায়ী সর্বসম্মতিতে বনপা’র সাধারণ সদস্য ও সাধারণ সম্পাদকের পদ থেকে সভাষ সাহাকে স্থায়ী বহিষ্কার করা হয়। ওই দিন থেকে তিনি আর বনপা’র কেও নন।
এরপর তিনি বনপাকে নিয়ে বিভিন্ন সময় বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছেন। দেশের প্রখ্যাত প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে নিয়ে তিনি লিখেছেন “বনপাতে মোস্তাফা জব্বার আর নেই ”। সুভাষ সাহা অনেক পরে বনপাতে এসেছিলেন সে কারণে তিনি বনপা’র গঠনতন্ত্র সম্পর্কে অবগত নন।
গঠনতন্ত্রের ২০ ধারায় উল্লেখ আছে বনপা’র কেন্দ্রীয় কমিটি’র মেয়াদ উত্তীর্ণ হলে নির্বাহী কমিটির সভায় নতুন কমিটি গঠনের জন্য পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে। এর মধ্য দিয়ে বনপা’র উপদেষ্টা কমিটিও বিলুপ্ত হয়ে যাবে। নতুন নির্বাচিত কমিটি নতুন করে বনপা’র উপদেষ্টা কমিটি গঠন করবে।
সে ক্ষেত্রে গত ৩ জুলাই -২০১৫ বনপা’র কেন্দ্রীয় কমিটির সভায় কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি’র সাথে সাথে জনাব মোস্তাফা জব্বারের প্রধান উপদেষ্টার পদটিও বিলুপ্তি হয়ে যায়।
সুতরাং মোস্তাফা জব্বার বনপাতে আর নেই এক কথা বলা অবান্তর। নতুন কমিটি কাকে বনপা’র প্রধান উপদেষ্টা ও কাকে কাকে উপদেষ্টা মনোনীত করবেন সেটা কমিটির ব্যাপার । সুভাষ সাহা এ কথাটি লিখে সম্মানীত ব্যক্তিকে অসম্মানীতই করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সুভাষ সাহাকে অনুরোধ জানাচিছ যেহেতু আপনি বনপা থেকে বহিষ্কৃত ব্যক্তি সেহেতু বনপা নিয়ে কোন কথা না বলায় উত্তম । আপনি নিজেকে ভালো মানুষ দাবি করে ভালো মানুষদের নিয়ে ভালো কিছু করার চিন্তা ভাবনা করছেন সেটায় করুন।
নেতৃবৃন্দ বনপা’র কেন্দ্রীয় কমিটি, বিভাগীয় কমিটি, আঞ্চলিক কমিটি ও জেলা কমিটির সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,বনপা’র শত্রুদের চিহ্নিত করুন এবং তাদের দাঁত ভাঙ্গা জবাব দিন । কোন ক্রমেই ষড়ন্ত্রকারীদের চক্রান্তে বিভ্রান্ত হবে না । আপানাদের বিজয় হয়েছে এ বিজয় টিকিয়ে রাখতে হবে।
পাঠকের মতামত