বার্তা পরিবেশক॥
কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী কাল রবিবার সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির সফল করার উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
৪ শুক্রবার বিকাল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্টিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভপাতি কাউন্সিলার রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবদুল মাবুদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুবদলে সদস্য মোক্তার আহমদ, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, জেলা যুবদলের সাধারন সম্পাদক ও পৌর প্যনেল মেয়র কাউন্সিলার জিসান উদ্দিন জিসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক এডভোকেট মো: ইউনুছ, সদর যুবদলের আহবায়ক, ফরিদুল আলম, পৌর যুবদলের সভাপতি মউসুদুর রহমান মাসুদ প্রমুখ।
উক্ত প্রস্তুতি সভায় সরকারের ‘গণবিরোধী’ গ্যাস ও বিদ্যুৎ মুল্য বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ‘প্রতিরোধ গড়ে তোলার’ আহবান জানিয়ে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচী হিসাবে রবিবার বিকাল ৪ টায় জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পাঠকের মতামত