প্রকাশিত: ০৪/০৯/২০১৫ ৯:০৭ অপরাহ্ণ
রহমানিয়া মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছারিতার অভিযোগ: জেলা প্রশাসককে স্মারক লিপি

durnite
গফুর মিয়া চৌধুরী, উখিয়া:

উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোষ্টস্থ খুনিয়াপালং রহমানিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে স্বজনপ্রীতি, দুর্নীতি, স্বেচ্ছারিতা ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। সুপার হাফেজ নুরুল আমিনের এক নায়কতন্ত্র এবং অনৈতিক দাপটের কারনে মাদ্রাসার শিক্ষকদের মধ্যে দলাদলি, গু“পিং নিয়ে চরম অসন্তোষ সহ প্রতিষ্ঠানে শিক্ষা পরিবেশ নষ্ট ও অচল অবস্থা দেখা দিয়েছে। এ বিষয়ে মাদ্রাসার সকল শিক্ষক মন্ডলী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা যায়, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের খুনিয়াপালং রহমানিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সুপার হাফেজ নুরুল আমিন ক্ষমতার অপব্যবহার করে মাদ্রাসার নামে বরাদ্দকৃত অর্থ ভূয়া বিল ভাউচার তৈরী করে আতœসাৎ করে। এছাড়াও তিনি নতুন শিক্ষক নিয়োগের নামে মোটা অংকের উৎকোচ বাণিজ্য জড়িয়ে পড়েছে এমন অভিযোগ মাদ্রাসার সাথে সংশ্লিষ্টদের। সুপার নুরুল আমিন টাইম স্কেলের কথা বলে শিক্ষকদের কাছ থেকে টাকা আদায় করলেও দীর্ঘ ২ বছরের অধিক সময় পার হলেও এখনো বাস্তবায়ন হয়নি।

এদিকে সুপার হাফেজ নুরুল আমিনের স্বজনপ্রীতি, দুর্নীতি, স্বেচ্ছারিতা ও ক্ষমতার অপব্যবহারের প্রতিকার চেয়ে মাদ্রাসার কর্মরত ১০জন শিক্ষক কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসার ফাউন্ড থেকে ১০ ভাগ বেতন শিক্ষকদের দেওয়ার কথা থাকলেও তিনি দিচ্ছে না। বিভিন্ন উন্নয়ন ফাউন্ডের বরাদ্দকৃত টাকা ও ছাত্র-ছাত্রীর কাছ থেকে আদায়কৃত টাকা আত্মসাৎ করার কু-উদ্দ্যেশে অর্থ কমিটি গঠনের কথা থাকলেও তিনি করেনি। কমিটির কতিপয় সদস্যদের সাথে গোপন আতাঁত করে অনিয়ম ও দূর্নীতিতে জড়িত হয়ে পড়েছে বলে জানিয়েছেন এলাকার সচেতন মহল।

এ ব্যাপারে মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আবুল কাশেম জানান, সুপারের নানা অনিয়ম, এক নায়কতন্ত্র ও ক্ষমতার অপব্যবহারের কারনে শিক্ষকদের মাঝে অসন্তোষসহ ক্ষোভ সৃষ্টি হয়েছে। পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি বেলাল উদ্দিন বলেন, সুপারের স্বেচ্ছারিতা ও শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক এবং দুর্ব্যবহারের কারনে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম অচল সৃষ্টি হওয়ার উপক্রম দেখা দিয়েছে। এ বিষয়ে জানার জন্য সুপার হাফেজ নুরুল আমিনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

সচেতন অভিভাবক ও শিক্ষকরা মাদ্রাসা সুপার হাফেজ নুরুল আমিনের এসব স্বজনপ্রীতি ও দুর্নীতি বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।

পাঠকের মতামত

  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠিত
  • উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু
  • উখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

    নিহতের জিহ্বা কেটে পালিয়েছে সহযোগীরাউখিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

      পলাশ বড়ুয়া:: কক্সবাজারের উখিয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে একজনের মৃত্যু ...