
খালেদ হোসেন টাপু,রামু
কক্সবাজারের রামু উপজেলায় সড়ক দূর্ঘটনায় জেবল হাকিম জুনু (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু কলেজ সংলগ্ন এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত জেবল হাকিম জুনু (৪২) উপজেলার উত্তর ফতেখাঁরকুল এলাকার মৃত মো. আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেবল হাকিম জুনু পায়ে হেটে সড়ক পারাপারের সময় চট্টগ্রাম অভিমুখী ওষুধ কোম্পানির একটি কাভার্টভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জেবল হাকিম জুনু।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে মহাসড়কের দু’পাশে ইট কংকরের বিশাল স্তুপ রাখার কারণে মুলত: এ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন।
জানা গেছে দীর্ঘ দিন রামু চৌমুহনী বাস স্ট্যান্ড, বাইপাস, রামু কলেজ সংলগ্ন এলাকায়
সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের জায়গা দখল করে রেখেছেন এলাকার কিছু প্রভাবশালী মহল। মহাসড়কের দু’পাশে টিনের ঘর তুলে দোকান ও বিভিন্ন ব্যবসার কাজে এসব জায়গা ব্যবহার করা হচ্ছে। এতে করে সড়কে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
পাঠকের মতামত