
অনলাইন ডেস্ক:
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এশিয়ার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমার্ধ শেষে ০-৪ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে জোড়া গোল গোল করেছেন টমাস রোজিক। এছাড়া একটি করে গোলে করেছেন ম্যাথিউ লেকি ও নাথান বার্নস।
অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ও বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচের ৬ মিনিটে ম্যাথিউ লেকি ও ৮ মিনিটে টমাস রোজিক গোল করে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে এগিয়ে নেন। এরপর ম্যাচের ২০ মিনিটে রোজিকের দ্বিতীয় গোলে ৩-০তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ২৯ মিনিটে নাথান বার্নস গোল করে অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানের লিড দেন। পরবর্তী ১৬ মিনিটেও এমিলি-মামুনুলরা অস্ট্রেলিয়ার জালে কোনো বল পাঠাতে না পারলে ওই ৪ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রেলিয়া।
এবারই প্রথম অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুই দেশের ফুটবল ইতিহাসে আগে কখনো মুখোমুখি হয়নি তারা। তাই উভয় দলই একে অন্যের কাছে অপরিচিত। তবে র্যাংকিংসহ অন্যান্য দিক দিয়ে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে অস্ট্রেলিয়া। এর আগে চারবার বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে দলটির। অন্যদিকে বাংলাদেশ কখনো বিশ্বকাপের বাছাইপর্বই অতিক্রম করতে পারেনি।
পাঠকের মতামত