
অনলাইন ডেস্ক
ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ফের অবনতি হয়েছে বাংলাদেশের। ১৭০ থেকে পিছিয়ে বাংলাদেশের বর্তমান ১৭৩ নম্বরে। গত মাসে প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ১০২। তা কমে এখন দাঁড়িয়েছে ৯৫ তে। আর বাংলাদেশের জায়গা দখল করেছে পাকিস্তান অর্থাৎ তারা এখন ১৭০ নম্বরে।
সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে এবারও শীর্ষস্থান ধরে রাখলো আর্জেন্টিনা। শীর্ষ দশে পরিবর্তন হয়েছে কেবল চিলি ও ইংল্যান্ডের অবস্থা। বাকি জায়গাগুলো অপরিবর্তিত রয়েছে। দুই ধাপ এগিয়ে চিলি উঠে এসেছে আট নম্বরে। আর দুই ধাপ পিছিয়ে ইংল্যান্ড চলে গেছে ১০ নম্বরে। ওয়েলসের চেয়ে এক ধাপ পেছনে এখন ইংল্যান্ডের অবস্থান।
২০১৫ কোপা আমেরিকার রানার্সআপ লিওনেল মেসির আর্জেন্টিনার রেটিং পয়েন্ট গত মাসের চেয়ে এবার বেড়েছে। ১৪২৫ থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪২। গতবারের মতো বেলজিয়াম রয়েছে দ্বিতীয় স্থানেই। তৃতীয় স্থানটি বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। আর কলম্বিয়া ৪ নম্বর জায়গাটি ধরে রেখেছে। নেইমারের ব্রাজিলের রেটিং পয়েন্ট বাড়লেও তারা ৫ নম্বরেই আছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এখনো ছয় নম্বরে। আর রুমানিয়া রয়েছে ৭ নম্বরে।
২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের এক ম্যাচে আজ পার্থে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখেই বাংলাদেশের অবস্থানে এ পরিবর্তন আসলো। অস্ট্রেলিয়ার অবস্থান গতবারের মতো এবারোও ৬১ নম্বরে।
পাঠকের মতামত