
অনলাইন ডেস্ক:
দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।
কাউন্সিলের ১৪টি সদস্য পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ (সাদা প্যানেল) পেয়েছে ১১টি পদ।
আর বিএনপি সমর্থক ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ (নীল প্যানেল) পেয়েছে তিনটি পদ।
গত ২৬ অাগস্ট বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। প্রাথমিক গণনাতেই সরকারসমর্থকদের জয়ের বিষয়টি জানা যায়। এরপর বুধবার রীতি অনুযায়ী আবার ভোট গণনা করে বৃহস্পতিবার সকালে কাউন্সিলের চেয়ারম্যান অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।
এদিকে সাতটি সাধারণ সদস্য পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন সাদা প্যানেল প্রার্থীরা। এরা হলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, আবদুল মতিন খসরু, জেড আই খান পান্না ও শ ম রেজাউল করিম। বাকি দুটি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থী প্রার্থী খন্দকার মাহবুব হোসেন ও এম মাহবুব উদ্দিন খোকন।
এ ছাড়া গ্রুপের সাতটি সদস্য পদের মধ্যে ছয়টিতেই আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের প্যানেল জয়লাভ করেছে।
ভোটার তালিকা নিয়ে জটিলতার কারণে কয়েকবার পিছিয়ে যায় বার কাউন্সিল নির্বাচনে ভোট গ্রহণ।
এবারের নির্বাচনে জয়লাভের মধ্যদিয়ে বাংলাদেশ বার কাউন্সিলে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নিয়ন্ত্রণ পুনপ্রতিষ্ঠা হলো। এরআগে গত তিন বছর কাউন্সিলের নির্বাচনে বিএনপি সমর্থক আইনজীবীদের প্যানেল জয়লাভ করে।
পাঠকের মতামত