csb24.com::
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটাই বাংলাদেশের জন্য অনেক কিছু। কিন্তু এটা ফুটবল। হয়তো দুই দলের মধ্যে ব্যবধান অনেক, তারপরও ফুটবলে তো কতো কিছুই হয়। পার্থে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম তাই ভীতিহীন থাকলেন। আর কোচ লোডভিক ডি ক্রুইফ চাইছেন ভালো একটা ম্যাচ খেলুক বাংলাদেশ। স্কোরলাইন খুব বড় না হোক। তাহলেই বাংলাদেশের ষোলো আনা পাওয়া হয়ে যায়।
পার্থের নিব স্টেডিয়ামে খেলা আগামীকাল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্ব। এশিয়ার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্ব র্যাঙ্কিংয়ে তারা ৬১ নম্বর। বাংলাদেশ ১৭০। বিপুল এই ব্যবধান থাকলেও তা নিয়ে ভাবিত নন বাংলাদেশের ডাচ কোচ ডি ক্রুইফ। বলেছেন, “এই ম্যাচ খেলার সুযোগ পেয়েই আনন্দিত আমি। সবদিক দিয়ে এখানে জীবন ভিন্ন। অস্ট্রেলিয়ায় ফুটবল খেলাও অন্যরকম। আমাদের অনেক কিছু পাওয়ার আছে। বাংলাদেশে ফুটবলের উন্নতির জন্য অনেক ভাবনা আছে।” এর সাথে ডি ক্রুইফ যোগ করেন, “অবশ্যই এশিয়ার এক নম্বর দলটি খুব ভালো দল। অভিজ্ঞতাও ঢের। ইউরোপে খেলা ভালো খেলোয়াড় এই দলে আছে। আমরা একেবারেই আন্ডারডগ।”
অস্ট্রেলিয়ার খেলা দেখতে তো অস্ট্রেলিয়ায় যায়নি বাংলাদেশ! প্রতিপক্ষকে বিশ্লেষন করেছে। ভিডিও দেখেছে। কিভাবে অস্ট্রেলিয়ার সাথে খেলা যায় তার ছক এটেছে ডি ক্রুইফ ও তার দল। ডি ক্রুইফ তাই ম্যাচের আগের দিন বললেন, “আমাদের নিজস্ব কৌশল আছে। প্রতিপক্ষকে আমরা ভালো করে বিশ্লেষন করে নিয়েছি। খুব উজ্জীবিত থেকেই আমরা ম্যাচ শুরু করবো। আমরা একটা ভালো ফল পেতে উদগ্রীব।” টিম কাহিলের মতো খেলোয়াড় নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়াকে। কিন্তু বিশ্ব র্যাঙ্কিংয়ে পেছনে থাকলেও ডি ক্রুইফ সেসব ভাবছেন না। তার কথায়, “ফুটবলে যে কোনো কিছু ঘটতে পারে। কিরগিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটা আমি দেখেছি। (অস্ট্রেলিয়া ২-১ গোলে জিতেছিল)। ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে কঠিন সময় উপহার দেয় তারা। আমার খেলোয়াড়রাও ভীত নয়। তাদের মনে সম্মান আছে। তারা শুধু ভ্রমণ করতে আসেনি।”
শক্তির ব্যবধান অনেক। দুই দলের মধ্যে বিস্তর ফারাক। অস্ট্রেলিয়া চারবার বিশ্বকাপ খেলা দল। আর বাংলাদেশ এশিয়া কাপেও সুযোগ পায় না। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচকে নিজেদের জন্য সবচেয়ে বড় ম্যাচ বলে উল্লেখ করলেন বাংলাদেশ অধিনায়ক মামুনুল। কিন্তু যুদ্ধ ছাড়া কোনো কিছু ছেড়ে দিতে নারাজ তার দল। এটাই জানালেন মামুনুল। ভীতিহীন কণ্ঠে বললেন, “সবাই জানে অস্ট্রেলিয়ার পর্যায়টা আকাশে। কিন্তু বাংলাদেশ দল লড়বে। সবাই দেখবে একটা ভালো ম্যাচ। বাংলাদেশের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। এটা রোমাঞ্চকর। ভয় পাওয়ার কিছু নেই। ১১ জনের বিপক্ষে খেলাটা ১১ জনের।”
টিম কাহিলের মতো খেলোয়াড়ের বিপক্ষে খেলা। কিন্তু এটাকে অস্ট্রেলিয়ার মিডিয়ার সামনে অনেক বড় করে তুলে ধরলেন না মামুনুল। কাহিলের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে মামুনুল বলেন, “তার দুটি হাত ও দুটি পা আছে। সে আমার চেয়ে ভালো। কিন্তু আমাদের প্রত্যেকেই সেরা চেষ্টা করবে।”
বিশ্বকাপের একটি বাছাই পর্বের ম্যাচে লাল কার্ড দেখতে হয়েছিল বাংলাদেশ কোচ ডি ক্রুইফকে। তাই গ্যালারি থেকে খেলা দেখতে হবে তাকে। থাকতে পারবেন না টাচ লাইনে। ঢাকায় বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কিরগিস্তানের কাছে ৩-১ গোলে হেরেছে। তাজিকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল মামুনুলের দল।
পাঠকের মতামত