প্রকাশিত: ০২/০৯/২০১৫ ৯:১৫ অপরাহ্ণ

bangladesh-passport_103950
কামরুল হাসান জনি, ইউএই :
সংযুক্ত আরব আমিরাতের দুবাই কনস্যুলেটে ফের বন্ধ রয়েছে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি)’র কাজ। আগামী রবিবার (৬ সেপ্টম্বর) পর্যন্ত কনস্যুলেটে এমআরপি’র কাজ বন্ধ থাকবে বলে জানান কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান।

তিনি জানান, ‘গত আগস্ট মাসে সার্ভারে জটিলতা থাকায় দুবাই থেকে প্রেরিত প্রবাসীদের অনেক তথ্য দেশে বের করা সম্ভব হয়নি। ওই তথ্য গুলো সিসটেম থেকে বের করার জন্যে মূলত মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত এমআরপি’র কাজ বন্ধ রাখা হয়েছে।’

প্রবাসে অবস্থানরত ও বিদেশে গমনেচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার বিধান অনুযায়ী চলতি বছরের ২৪ নভেম্বরের মধ্যে এমআরপি’র করে নেয়া বাধ্যতামূলক ঘোষণা করা হলেও আমিরাতের এখনো লাখো প্রবাসী এমআরপি’র আওতায় আসেনি। ঘোষিত তারিখের পর ওসব প্রবাসীদের বড় কোনো সমস্যায় পড়তে হবে কিনা জানতে চাইলে একেএম মিজানুর রহমান বলেন, ‘বড় ধরণের সমস্যায় না পড়লেও উল্লেখিত তারিখের পর এমআরপি ছাড়া কেউ আর বিমানে দেশ ভ্রমণ করতে পারবে না। ইতিমধ্যে ১ সেপ্টম্বর থেকে এমআরপি বিহীন ভ্রমণেচ্ছুকদের ভারতীয় দূতাবাস ও হাইকমিশন ভিসা প্রদান করা বন্ধ করে দিয়েছে।’

এদিকে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ বলছে বিদেশে অবস্থানরত যেসব প্রবাসীদের হাতে লেখা পাসপোর্টের মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত রয়েছে তারা দেশে ফিরে আসতে সমস্যা হবে না। কিন্তু ২৪ নভেম্বরের পর বিমানে অন্য দেশ যেতে চাইলে অবশ্যই এমআরপি পাসপোর্ট প্রয়োজন হবে।

উল্লেখ্য, দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে গত আগস্ট মাসেও প্রায় পনের দিন বন্ধ ছিলো এমআরপি পাসপোটের্র ফিঙ্গারপ্রিন্ট ও ছবিগ্রহণ প্রক্রিয়ার কাজ। দফায় দফায় পাসপোর্টের কাজ বন্ধ থাকায় ভোগান্তি ও শংকায় প্রবাসীরা। নিজেরাই ভাবছেন, ২৪ নভেম্বরের আগে হাতে পাবেন তো কাঙ্খিত এমআরপি পাসপোর্ট!

পাঠকের মতামত

  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠিত
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...