সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
অনলাইন ডেস্ক:
আগামী ১০ দিনের মধ্যে বিআরসি ঘোষিত বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নাগরিকদের ভোগান্তি কমানোর কথা দাবি জানিয়েছে সংযুক্ত শ্রমিক ফেডারেশন।
বুধবার দুপুর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
এসময় সংযুক্ত শ্রমিক ফেডারেশন সভাপতি মোসাদেক হোসেন শফি বলেন, ‘বর্তমান সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলেছে।’
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ‘সরকার যানজট নিরসনের উদ্যোগ না নিয়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ যোগ্য নয়।’
পাঠকের মতামত