
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফান্সের মাধম্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। এতে পঞ্চগড় জেলা প্রশাসকের সাথে স্কাইপির মাধ্যমে আটোয়ারীবাসীর গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণমানুষকে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ সুযোগ সৃষ্টি ও সম্পৃক্ত করতে এই প্রথম বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষক, সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিগন ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন গণশুনানীতে অংশ নেন। গণশুনানীতে আটোয়ারী-পঞ্চগড় পাকা সড়কের উন্নয়ন, মুক্তিযোদ্ধা ভবন নির্মান, সামান্য বৃষ্টিতে ফকিরগঞ্জ বাজারের জলাবদ্ধতা দুরীকরণ ও ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মন্দিরের নির্মান কাজ সমাপ্তের দাবী জানানো হয়।
পাঠকের মতামত