বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উৎফল বড়ুয়া:: একঝাঁক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ...
csb24.com
৩৪ তম বিসিএস পরীক্ষায় সমাপন বড়ুয়া পররাষ্ট্র ক্যাডারে উত্তীর্ণ হয়েছে। তার গ্রামের বাড়ী কক্সবাজার জেলার উখিয়া থানার ভালুকিয়া গ্রামে। তাঁর পিতা মি. কিরণ বিকাশ বড়ুয়া অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক ও মাতা মুকুল রাণী বড়ুয়াও স্কুল শিক্ষিকা। তাঁর বড় ভাই অনির্বাণ বডুয়া সহকারী অধ্যাপক, ইংরেজী বিভাগ, রাঙ্গামাটি সরকারী কলেজ, বোন অস্পরা বড়ুয়া সহকারী কমিশনার, কাস্টম, সুনিবার্ণ বডুয়া সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক ও উবর্শী বডুয়া , অ্যাডভোকেট , বাংলাদেশ হাইকোর্ট ।
বৈষম্যের অবসানে নিরন্তর… অনলাইন সংবাদ মাধ্যম সিএসবি২৪.কম পক্ষ থেকে সমাপন বডুয়ার সাফল্যে অভিনন্দন ও নীরোগ, দীর্ঘায়ু জীবন কামনা করেন, সিএসবি২৪.কম এর সম্পাদক পলাশ বড়ুয়া।
পাঠকের মতামত