csb24.com::
তথ্য ও ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন-২০০৬ এর ৫৭ ধারাকে কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ধারাটির বৈধতা চ্যালেঞ্জ ও বাতিল চেয়ে দায়ের করা একটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে আজ এ রুল জারি করেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু শুনানিতে অংশ নেন।
রুলে চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবকে জবাব দিতে বলা হয়েছে। গত রোববার ১১ জন শিক্ষক ও লেখক রিটটি দায়ের করেন। এর আগে ২৭শে আগস্ট ৫৭ ধারা বিলুপ্তিতে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তারা। নোটিশের জবাব না পেয়ে তারা রিট আবেদন করেন। এদিকে ৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে জাকির হোসেনের করা রিটের শুনানি শেষ হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ বুধবার এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন।
প্রকাশিত: ০১/০৯/২০১৫ ৭:১০ অপরাহ্ণ
আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
পাঠকের মতামত