
অনলাইন ডেস্ক:
তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ বর্তমানে বলিউডেও পরিচিত। বরফি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর। তারপর বলিউডে ফাটা পোস্টার নিকলা হিরো, ম্যায় তেরা হিরো এবং হ্যাপি এন্ডিং সিনেমায় অভিনয় করেছেন।
তবে হ্যাপি এন্ডিং-য়ের পর বলিউডে নতুন কোনো সিনেমায় সই করেননি তিনি। বলিউডে আপাতত বিরতি নিচ্ছেন। তবে চিরকালের জন্য নয়। খুব শিগগির বলিউডের সিলভার স্ক্রিনে ফিরে আসবেন বলে জানিয়েছেন ইলিয়ানা।
২৭ বছরের এই অভিনেত্রী বলেন, তার কাছে যেসব সিনেমার অফার এসেছিল, তাতে তিনি খুশি হননি। তাই সিনেমাগুলোর অফার ফিরিয়ে দেন। তবে সিলভার স্ক্রিনে তাকে দেখতে তার অনুরাগীদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। মুম্বাইয়ে একটি অনলাইন শপিং পোর্টালের লঞ্চে এসে তিনি জানান, খুব শিগগির বলিউডের সিলভার স্ক্রিনে দেখা যাবে তাকে। তবে তার নতুন সিনেমা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান ইলিয়ানা।
পাঠকের মতামত