
রামু প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলা পরিষদ অডিটরিয়ামে রোববার (৩০ আগষ্ট) মাসিক আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৩ টায় পর্যন্ত আইন শৃংখলা ও সমন্বয় সভায় পৃথক পৃথক ভাবে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন।
এতে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ আখতারুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুপ চাকমা, ইউপি চেয়ারম্যান যথাক্রমে, তৈয়ব উল্লাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল হক, নুরুল আমিন কোম্পানী, এম এম নুরুচছফা, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম ভুট্টো, ফিরোজ আহমেদ ভূট্টো, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, বৌদ্ধ নেতা তরুন বড়–য়া, রামু থানার এ এস আই রাসেদুল, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, বিজিবি প্রতিনিধি সুবেদার আবুল কালাম, আফসানা জেসমনি পপি মেম্বার, সোনিয়া বড়–য়া মেম্বার ও আনার কলি মেম্বার প্রমুখ। সভায় চৌমুহনী বাস স্ট্যান্ড যানজট মুক্তসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, ভেজাল বিরোধী ভাম্যমান আদালত পরিচালনা ও ইয়াবাসহ মাদক বিরোধী অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
পাঠকের মতামত