সেলিম উদ্দিন, ঈদগাঁও:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে হানিফ পরিবহন সার্ভিস ও ডাম্পার সংঘর্ষে উখিয়া উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ও পালংখালী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য কামাল উদ্দিন মারা গেছেন।
শনিবার রাতে চট্টগ্রাম যাওয়ার পথে ঈদগাঁও ইসলামাবাদ ঢালার দোয়ার নামক এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় কামাল মেম্বারকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এঘটনায় আরো ১০ যাত্রী গুরুত্বর আহত হয়েছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি মালুমঘাট হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহন সার্ভিস চট্টমেট্রো ৬৩৫১ ঢালার দোয়ার পয়েন্টে বিপরীতমূখী ডাম্পারের সাথে সংঘর্ষ হয়। এতে ১০ যাত্রী গুরুত্বর আহত হন। তাদের মধ্যে উখিয়ার মেম্বার কামাল উদ্দিনকে চট্টগ্রাম চমেক হাসপাতালে নেয়ার পথে ভোর সাড়ে ৪ টার সময় মৃত্যুবরণ করেন। আহত অন্যান্যরা হলেন বরিশাল কোতোয়ালী থানার আবু ফরাজীর পুত্র মামুন (২১), সদর উপজেলার পোকখালীর হাজী আবু শামার পুত্র মো: নুরুজ্জামান (৫০) ও উখিয়া উপজেলার মীর আহমদের পুত্র ছিদ্দিক আহমদ (৩০)। তাদের মধ্যে ২ জনের আবস্থা আশংকা জনক বলে জানা গেছে। অপরাপরদের তাৎক্ষনিক নাম ঠিকানা পাওয়া যায়নি। ঘটনার পর পর মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং গাড়ি দুটি জব্দ করেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো: আনোয়ার দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
এ দিকে নিহত কামাল মেম্বারের নামাজে জানাজা আজ আছরের নামাজের পর পালংখালীস্থ পারিবারিক কবরস্থানে মরহুমের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাঠকের মতামত