
মাইন উদ্দিন, খাগড়াছড়ি:: খাগড়াছড়ি জেলার রামগড় বাজার থেকে প্রায় ৭ ভরি চোরাইকৃত স্বর্ণসহ তিন চোরকে আটক করেছে রামগড় থানা পুলিশ। শনিবার দুপুরে রামগড় বাজারে চোরাইকৃত স্বর্ণ বিক্রি করতে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাইন উদ্দিনের নেতৃত্বে চোরাইকৃত স্বর্ণ বিক্রি কালে খাগড়াছড়ি জেলার কমলছড়ি এলাকার ম্রানিগ্য মার্মার পুত্র হেমন্ত মার্মা (৩৫), খাগড়াছড়ি ভুয়াছড়ি এলাকার আবদুর রহমানের পুত্র মোতালেব (৩০), রামগড়ের বলিপাড়া এলাকার ছালে আহাম্মদের পুত্র মোস্তফা (৪৪)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই জোড়া হাতের বালা, দুইটি নেকলেস, দুইটি আংটি, একজোড়া কানের দুলসহ ৬ভরি ১৩ আনা ৪ রত্তি স্বর্ণালংকার ও একটি নম্বরবিহীন মটর সাইকেল উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২ লাখ ৩০হাজার টাকা।
রামগড় থানার উপ-পরিদর্শক মানিক মিয়া জানান, ধৃত ব্যক্তিরা স্বর্ণের মালিকানার কোন কাগজপত্র দেখাতে পারেনি। ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত স্বর্ণালংকার ডাকাতি কিংবা চোরাই হতে পারে এবং তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ধৃত হেমন্ত মারমার বিরুদ্ধে খাগড়াছড়ি থানায় ৭টি চুরির মামলা রয়েছে এবং মোস্তফা অজ্ঞানপাটির সদস্য হিসেবে সিলেটের একটি মামলায় জামিনে আছে।
পাঠকের মতামত