
মোঃ জুয়েল, সাজেক প্রতিনিধিঃ
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঙালী ব্যবসায়ীর মালভর্তি ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে পাহাড়ী সন্ত্রাসীরা। রবিবার সকাল ৮. ২০ মিনিটে সাজেক থানার অন্তর্গত দুইটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বাজারের ব্যবসায়ী সেলিম সওদাগরের ক্রয়কৃত ৭ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে একটি ট্রাক ফেনী থেকে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা যাবার পথে ঘটনাস্থলে পৌঁছুলে ৮ জনের একটি উপজাতীয় স্বশস্ত্র সন্ত্রাসী দল দুইভাগে বিভক্ত রাস্তার দুইপাশ থেকে এসে ট্রাকটির গতিরোধ করে। এসময় তারা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয় এবং ট্রাকের ড্রাইভার ইসমাইলকে(৩০) মারধোর করে ও তার মোবাইল ও গাড়ীর চাবি কেড়ে নেয়।
একই সময়ে তারা ট্রাকের হেলপার জয়নালকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিপরীত দিকে থেকে একটি গাড়ী আসতে দেখে সন্ত্রাসীরা সেনাবাহিনীর গাড়ি মনে করে হেলপার ইসমাইলকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এসময় ড্রাইভার ও হেলপার মিলে ট্রাকে লাগানো আগুন নেভাতে সক্ষম হয় এবং ট্রাকটি রক্ষা পায়। ট্রাকে চাল, ডাল, পিয়াজসহ বিভিন্ন মুদি দোকোনের সামগ্রী ছিল।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ মাসখানেক আগে ইউপিডিএফ নামে এক পাহাড়ী সন্ত্রাসী সংগঠন বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বাজার ব্যবসায়ীদের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবী করলে ব্যবসায়ীরা তা দিতে অস্বীকার করে। সে কারণেই সংগঠনের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে বলে মনে করেন।
এ ঘটনার প্রতিবাদে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এবং স্মারকলিপি প্রদান করেছে।
ট্রাকে আগুন লাগানোর খবর পেয়ে বাঘাইহাট জোন থেকে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে যায়। ট্রাক ড্রাইভার ও হেলপারের বাস্যমতে সেনাবাহিনী সন্ত্রসীদের ধরতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করছে এবং এদের কে কোনরকম ছাড় দেওয়া হবেনা বলে জানিয়েছেন বাঘাইহাট জোনে সুত্র থেকে।
সাজেক থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল আনোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং পিুলিশ সন্ত্রসীদের ধরতে চেষ্টা করছে বলে জানান তিনি।
এ বিষয়ে ইউপিডিএফ’র কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরণ চাকমার সাথে কথা বল্লে তিনি জানান ট্রাকে আগুন লাগানোর গটনায় ইউপিডিএফ কোন রকম জরিত নয় উদ্দেশ্য মুলখ কোন একটি পক্ষ ইউপিডিএফ কে এঘটনার সাথে জরানোর চেষ্টা করছে এবং আমাদের কোন সস্ত্রগ্রুপ নেই।
পাঠকের মতামত