কালেরকণ্ঠ::
দেশে একই সঙ্গে বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধিতে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমার আশা করেছিল মানুষ। এ অবস্থায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি কার্যত জনআকাঙ্ক্ষার বিপরীত হয়েছে।
রওশন এরশাদ বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে প্রথমত দুর্ভোগে পড়বে জনগণ। কারণ এর ফলে পরিবারের ব্যবহার্য গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি ছাড়াও বাড়বে দ্রব্যমূল্য, পরিবহন ব্যয় ও জীবনযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে। এর বেশিরভাগ চাপ পড়বে সীমিত আয়ের মানুষের ওপর।
বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, সার্বিক দিক বিবেচনা করে সরকারের উচিত বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।
জ্বালানি তেলের দাম কমিয়ে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার কথাও বলেন তিনি।
প্রকাশিত: ২৯/০৮/২০১৫ ৮:৪৩ অপরাহ্ণ
আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
পাঠকের মতামত