
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)’র নব-নির্বাচিত নির্বাহী কমিটির সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দেশের সফল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । আজ ২৭ আগষ্ট রাত ৮টার দিকে তথ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা থেকে মোবাইল ফোনে বনপা’র সভাপতি শামসুল আলম স্বপনকে এ অভিনন্দন জানান।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন তখন ওয়েব পোর্টালের মালিক এবং সম্পাদকরা সেই কাজের সারথী হিসেবে দায়িত্ব পালন করছেন। বনপা ওয়েব পোর্টালের মালিকদের সংগঠন হিসেবে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
বনপা’র নব-নির্বাচিত কমিটির সদস্যদের সাথে অচিরেই মত বিনিময় করার আগ্রহ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন আপনাদের সকল কাজের সাথে আমি আছি।
বনপা’র পক্ষ থেকে সভাপতি শামসুল আলম স্বপন তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমরা আপনার কাছে কৃতজ্ঞ । অনলাইন গণ-মাধ্যম নীতিমালা বাস্তাবায়নে যে পদক্ষেপ আপনি নিয়েছেন তা ইতিহাস হয়ে থাকবে ।
পাঠকের মতামত