
বিনোদন ডেস্ক |
পারফেকশনিস্ট আমির খানের পরবর্তী ছবি ‘দঙ্গল’। বেশ জোরালো গতিতেই চলছে এর প্রস্তুতি। এতে ফোগটের চরিত্রে নিজেকে পারফেক্ট করে তুলতে আমির ইতিমধ্যে নিজের ওজন বাড়িয়ে করেছেন ৯০ কেজি। পর্দার গীতা ও ববিতারাও শুরু করে দিয়েছে কুস্তির প্রশিক্ষণ। বাকি আছে শুধু ফোগটের স্ত্রী, খোঁজ চলছিল তারই। শোনা গিয়েছিল, এই চরিত্রে অভিনয় করবেন মল্লিকা শেরাওয়াত। কিন্তু এখন খবর, আমিরের স্ত্রীর ভূমিকায় তাকে টেক্কা দিয়ে ঢুকে পড়েছেন টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী তনওয়ার। তাকে ইতিমধ্যে নিয়েও নিয়েছেন পরিচালক নীতিশ তিওয়ারি। মেগা সিরিয়াল ‘কাহানি ঘর ঘর কি’র পরিচিত মুখ সাক্ষী। সম্প্রতি ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক হয়েছে এ অভিনেত্রীর। ‘মহলা আসি’ ছবিতে সানি দেলের বিপরীতে অভিনয় করেছেন তিনি। উল্লেখ্য, কুস্তিগীর মহাবীর ফোগটের জীবন সেলুলয়েডে ফুটিয়ে তুলতে চলেছেন নীতিশ তিওয়ারি। যেখানে ফোগটের নাম ভূমিকায় দেখা যাবে আমির খানকে। অন্যদিকে বয়সের ভেদে ফোগট কন্যা গীতা ও ববিতার চরিত্রে দেখা যাবে চার নতুন মুখ। এরা হচ্ছেন ববিতার চরিত্রে সানিয়া মালহোত্রা ও সুহানি ভটনগর, গীতার চরিত্রে ফতিমা শেখ ও জাইরা ওয়াসিম। আর ফোগটের স্ত্রীর চরিত্রে সর্বশেষ সংযোজন ঘটলো সাক্ষী তনওয়ারের
পাঠকের মতামত