প্রকাশিত: ২৭/০৮/২০১৫ ২:৪৫ অপরাহ্ণ , আপডেট: ২৭/০৮/২০১৫ ২:৪৯ অপরাহ্ণ
রাঙামাটি থেকে আরাকান আর্মির সদস্য আটক

arakan-army-member
csb24.com::
রাঙামাটি থেকে বুধবার রাতে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরাকান আর্মি’র এক সদস্যকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বান্দরবান সীমান্তবর্তী রাঙামাটির রাজস্থলী উপজেলার তাইদং পাড়া থেকে অং ইউ ইয়াং নামে আরাকান আর্মির ওই সহযোগীকে আটক করা হয়।
এ সময় আরকান আর্মির ৩ সেট ইউনিফর্ম, পোশাক তৈরির কাপড়, ৩টি ল্যাপটপ, ২টি ডিজিটাল ক্যামেরা, ১টি হ্যান্ডিক্যাম, ২টি ঘোড়া ও ১টি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজস্থলী উপজেলার তাইদং পাড়ায় নেদারল্যান্ডস প্রবাসী ডা. রান নিন সোয়ে মারমার বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যান। এ সময় তার সহযোগী অং ইউ ইয়াংকে আটক করা হয়।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, আটক অং ইউ ইয়াং প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন- তিনি আরাকান আর্মির সহযোগী এবং তার বাড়ি আরাকানে।

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বান্দরবানের থানচি উপজেলার বড়মদক এলাকায় বিজিবির একটি টহল দলের ওপর হামলা চালায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরাকান আর্মি’। এ সময় জাকির হোসেন নামে বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে বেলা ৩টার দিকে ওই এলাকা থেকে গুলিবিদ্ধ বিজিবি সদস্যকে উদ্ধার করা হয়। এদিনই সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা সমন্বিতভাবে হেলিকপ্টারের সাহায্যে ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেন। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় যাতে হামলাকারীরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যেতে না পারে, সেজন্য মিয়ানমারের সেনাবাহিনীকেও তাদের সীমান্ত সিল করে দিতে বলা হয়েছে।

বিজিবি মহাপরিচালক গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, কিছুদিন আগে পাওয়া গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে মঙ্গলবার আরাকান আর্মির নিয়ে আসা ১০টি বিদেশি ঘোড়া আটক করেছে বিজিবি। এর প্রতিশোধ হিসেবেই আজকের হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। :: cbn

পাঠকের মতামত

  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
  • বৌদ্ধ তারুণ্য সংগঠন- সম্যক এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর অর্ধগলিত লাশ উদ্ধার
  • টেকনাফে পুলিশের অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • কর্মক্ষেত্রে অনন্য কক্সবাজারের একমাত্র নারী ইউএনও নীলুফা ইয়াসমিন
  • টেকনাফে অর্ধডজন মামলার আসামি ডাকাত আবুল খায়েরসহ গ্রেপ্তার-২
  • ১৫ ঘন্টা পর ট্রলারসহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী
  • চকরিয়ায় থানার সামনে সাংবাদিকের উপর হামলা
  • রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার
  • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠিত
  • সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

    সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক

      আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...