
প্রেস বিজ্ঞপ্তি : গত ২১ আগষ্ট বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টার এ্যাসোসিয়েশন (বনপা)’র কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক আকতার চৌধুরীর প্রস্তাবে ৫১ সদস্যের পরিবর্তে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয়। ওই দিন ৭১ সদস্যের মধ্যে ৪৬টি পদে নির্বাচিতদের ঘোষণা প্রদান করা হয়। শুন্য পদ ঘোষিত হয় ২৫টি । এর মধ্যে:
সহ-সভাপতি-১ জন,সহ-সাংগঠনিক সম্পাদক ( সিলেট,চট্রগ্রাম,ঢাকা) ৩জন, অর্থ সম্পাদক-১ জন, পরিবেশ বিষয়ক সম্পাদক-১ জন,আইন বিষয়ক সম্পাদক-১ জন, ক্রিড়া সম্পাদক-১ জন,কৃষি বিষয়ক সম্পাদক -১জন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-১জন , নির্বাহী সদস্য-১৫ জন।
১. মনোনয়ন উত্তোলন : ২৪ আগষ্ট থেকে ২৭ আগষ্ট -২০১৫।
২. মনোনয়ন জমা ও বাছাই : ২৮ আগষ্ট-২০১৫ ।
৩. প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ: ২৯ আগষ্ট-২০১৫।
৪. উপ-নির্বাচন : ৩০ আগষ্ট-২০১৫ ।
পদপ্রার্থীদের জন্য নিয়মাবলী :
১. যে কোন পদে নির্বাচনে অংশগ্রহনকারীকে বনপা’র স্থায়ী সদস্য হতে হবে। দুই বছরের জন্য স্থায়ী সদস্য ফি-১০০০/-(এক হাজার টাকা) ।
২. সহ-সভাপতির জন্য মনোনয়ন পত্র ফি-৭০০/-( সাতশত) টাকা।
৩. সকল সম্পাদকীয় পদের জন্য মনোনয়ন পত্র ফি-৫০০/-(পাঁচ শত টাকা) ।
৪. নির্বাহী সদস্যদের জন্য মনোনয়ন পত্র ফি-৩০০/-(তিন শত টাকা।
( বনপা’র কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম স্বপন কর্তৃক অনুমোদিত)
নির্বাচন সংক্রান্ত সকল প্রকার যোগাযোগ:
ইঞ্জি. রোকমুনুর জামান রনি
আহ্বায়ক, উপ-নির্বাচন,কমিটি, মোবা: ০১৭২২১৫৮১৩০
মো:বেলায়েত হোসেন বেলাল
সদস্য সচিব, উপ-নির্বাচন, কমিটি, মোবা : ০১৭১১১৬৫২৯৩
পাঠকের মতামত