অনলাইন ডেস্ক।
বলিউডে এখন তিনি বেশ পরিচিত মুখ। অভিনয়ের কেরিয়ারকে আরও জোরদার করতে বেছে বেছে ছবি করছেন নায়িকা। তিনি সানি লিওন। ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত সেলেব। তবে শুটিংয়ের জন্য বাদ পড়েনি তাঁর নাচের পারফরম্যান্স। এ বার গায়ক শানের সঙ্গে জুটি বেঁধে অনুষ্ঠান করতে বিদেশ পাড়ি দিচ্ছেন তিনি। আগামী ৫ সেপ্টেম্বর কেনিয়ায় পারফর্ম করতে যাচ্ছেন শান-সানি জুটি। নাইরোবির কার্নিভর গ্রাউন্ডে জমজমাট মিউজিক্যাল পারফরম্যান্স করবেন তাঁরা।
চলতি সপ্তাহে নাইরোবির পার্কল্যান্ডস স্পোর্টস ক্লাবে পারফর্ম করেছেন অভিনেতা ফারহান আখতার। পাশাপাশি আগামী ২৯ এবং ৩০ অগস্ট নাইরোবিতে ভারতীয় বংশোদ্ভূত ফ্যাশন ডিজাইনার সোনু শর্মা ‘কেনিয়া ওয়ার্লড ওয়াইড ফ্যাশন ফিয়েস্তা ২০১৫’য় অংশ নেবেন। সব মিলিয়ে উত্সবের মেজাজে নাইরোবি। দর্শকদের মনোরঞ্জনের জন্য হাজির ‘টিম ইন্ডিয়া’। আপাতত সানির জন্য অপেক্ষা কেনিয়াবাসীর। তাঁর বলিউডি ঠুমকার তালে কোমর দোলাতে তৈরি তাঁরা।
পাঠকের মতামত