সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
আব্দুস সালাম, টেকনাফ:: সাগরপথে টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে ...
সি.এস.বি২৪.কম।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মিয়ানমার সীমান্তে বিজিবির ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের সমূলে উৎখাত করার ঘোষণা দিয়েছেন। আজ বুধবার বিকেলে প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিজিবির আহত সদস্য জাকির হোসেনকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিজিবির অন্য সদস্যরা নিরাপদে বেজক্যাম্পে ফেরত এসেছেন।
বিজিবি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে জানানো হয়, সকাল সাড়ে নয়টার দিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টির সদস্যরা বিজিবির একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বিজিবির বড়কদম বিওপির নায়েক জাকির হোসেন আহত হন। এ সময় বিজিবি পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে।
পাঠকের মতামত